Posts

Showing posts from January, 2023

আরোরা/নর্দান লাইটের বিজ্ঞান

  মেরুজ্যোতি বা মেরুপ্রভা  বা আরোরা (Aurora)  বা নর্দানলাইট কি..? কেন সৃষ্টি হয়.? মহাজাগতিক রশ্মির প্রভাবে মেরুঅঞ্চলে ( বিশেষ করে  গ্রীনল্যান্ড, রাশিয়া, কানাডা অষ্ট্রেলিয়ার দেশগুলোতে)   বায়ুমন্ডলে সৃষ্ট আলোকসজ্জা ।  ব্যাখ্যাঃ প্রথমে আমাদের কিছু জিনিস জানা থাকতে হবে।  না জানলেও ক্ষতি নেই।  এখন জানবো ।  প্রথমেই জানতে হবে, প্রায় ১৫ কোটি কিমি দূরে  সূর্য থেকে প্রতিনিয়ত প্রচন্ড বেগে ধেয়ে আসা  রেডিয়েশন আমাদের পৃথিবীতে আঘাত করতেছে ।  আর পৃথিবীরটা একটা বিশাল চৌম্বক এর  মতো আচরণ করে (সেটা তো জানিই দন্ডচৌম্বক ঝুলিয়ে পরীক্ষার মাধ্যমে)   আর এই চৌম্বকক্ষেত্রের  পরিমান মেরু অঞ্চলে সবচেয়ে কম ।  তাই এই দুর্বল অঞ্চলে সূর্যের ওই রশ্মিগুলো মনমতো আঘাত করতে পারে ।  এখন প্রশ্ন হলো আঘাতে বায়ুমন্ডলের বুক রঙ্গে রঞ্জিত হলো কেন..? কারন আমরা জানি বায়ুর প্রধান উপাদান অক্সিজেন আর নাইট্রোজেন ।  রেডিয়েশনে আসা শক্তির ঠ্যালায় অক্সিজেন এবং নাইট্রোজেন পরমাণুগুলোর বিভিন্ন শক্তিস্তরে থাকা ইলেকট্রন গুলোকে উত্তেজিত করে ফলে তারা উচ্চশক্তিসম্পন্ন স্তরে গমন করে আর তার ফলাফল বর্ণালী,  আলোকসজ্জার সৃষ্টি । অক্সিজেন সবুজ আলো এবং না