Posts

Showing posts with the label Art
Image
৩.  দুর্ভিক্ষ সিরিজ (Darkening Days of Bengal): করোনা মহামারীতে এদেশে নিম্ন আয়ের মানুুষদের জীবনে  নিরব দুর্ভিক্ষ চলছে  । এসময়  ৭০ বছর  আগে আঁকা শিল্পাচার্য জয়নুল আবেদিনের " দুর্ভিক্ষের ছবি" গুলো খুুবই অর্থবহ  ।   সময়টা ১৯৩৯ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের থাবা থেকে বাংলাদেশও রেহাই পেল না। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের নিষ্ঠুর নীতির কারণে বাংলায় খাদ্যসঙ্কট দেখা দিল। তিনি বাংলার মানুষের মুখের গ্রাসের আকাল বানিয়ে ব্রিটিশ সৈন্যদের খাবারসহ অন্যান্য রসদ জোগালেন। যার ফলে বাংলা ১৩৫০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। খাবারের খোঁজে দলে দলে ভূখা মানুষ কলকাতা শহরে হাঁটা দিল। পথের উপর মানুষ পড়ে থাকল। ডাস্টবিন থেকে মানুষ রুটির টুকরো তুলে খাচ্ছে। কলকাতা পড়ে থাকা মরা মানুষ কাক, শকুন ও কুকুরের আনাগোনার শহর হয়ে উঠল। জয়নুল সে সময় বয়স তিরিশের তরুণ। এর মধ্যে তিনি ১৯৩৮ সালে পাঁচ বছরের চিত্রকলার পাঠ শেষ করে শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় কাজও করেন। থাকেন কলকাতার সার্কাস রোডে। বাসা থেকেই শুনতে পান ক্ষুধার্ত মানুষের হাহাক